28 C
Kolkata
April 6, 2025
রাজ্য

ক্যানিংয়ে ৩০ বছর ধরে চলছে “মই ছাড়া” গরু দৌড়

ক্যানিং: আমরা সাধারণত বিভিন্ন এলাকাতে বিভিন্ন দৌড় দেখে থাকি। তার মধ্যে অন্যতম ঘোড়া দৌড়ও দেখেছি। তবে এবার ক্যানিংয়ে ৩০ বছর ধরে গরু দৌড় অর্থাৎ মই ছাড়া হয়ে আসছে। ক্যানিং এর হেড়োভাঙা বাজার সংলগ্ন এলাকায় স্থানীয় তরুণ সংঘের উদ্যোগে বিগত ৩০ বছর ধরে চলছে আসছে “মই ছাড়া” বা গরু দৌড় প্রতিযোগিতা ।

এই মই ছাড়া সাধারণত চাষের জমিতে বর্ষাকালেই সুন্দরবনের দু-এক জায়গায় ছাড়া সেভাবে কিন্তু চোখে পড়েনা। অন্যান্য প্রতিযোগিতার মতো হারিয়ে যাওয়া বিলুপ্তর পথে এই গরু দৌড় অর্থাৎ মই ছাড়া। তবে ক্যানিংয়ের তরুণ সংঘের উদ্যোগে আজও সেই একই ধারাতে মই ছাড়া প্রতিযোগিতা চলে আসছে।

এলাকায় কয়েক মাস আগে থেকে বিভিন্ন প্রচারের মাধ্যমে এই মই ছাড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। সুন্দরবনের বিস্তীর্ণ এলাকার গরুর মালিকরা তাদের গরুকে নিয়ে এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। এই খেলা শুধুমাত্র প্রতিযোগিতাই নয়, সাথে জমি চাষের জন্য অনেকটাই উপকারে আসে। যার কারনে জমিতে বর্ষাকালে প্রায় হাঁটু সমান জল জমে যায়। আর তাতে জমির মাটি অনেকটাই নরম হয়ে থাকে। আর তার উপরে এই মই ছাড়া প্রতিযোগিতা হলে চাষের জমি অনেকটাই উর্বর হয় বলে মনে করেন উদ্যোক্তারা।

মূলত এই মই ছাড়া তিনটি ধাপে ভাগ করা হয়। প্রথম ধাপে এক জোড়া করে গরু ছাড়া হয়। দ্বিতীয় ধাপে তিন জোড়া এবং শেষ ধাপে ছয় জোড়া গরু ছাড়া হয়। মাঠের মধ্যে একটি সীমানা করা থাকে। যত তাড়াতাড়ি যার গরু ওই সীমানা অতিক্রম করবে, উদ্যোক্তাদের পক্ষ থেকে তাদেরকে পুরস্কৃত করা হবে।

Related posts

Leave a Comment