সঙ্কল্প দে: ভারতের প্রতিবেশী দেশ নেপাল। নেপালের প্রাকৃতিক শোভা অপূর্ব। নেপালের রাজধানীর নাম কাঠমান্ডু। এখানেই রয়েছে হিমালয় পর্বতমালা। পর্যটকদের কাছে নেপাল এক বিস্ময়, সেই জন্য প্রতিবছর প্রচুর পর্যটক নেপালে বেড়াতে আসেন।
ভারতের প্রতিবেশী দেশ নেপালে মোট জনসংখ্যার ৮১ শতাংশ হিন্দু। এখানে ৯০ শতাংশের বেশি বিবাহ পরিবারের ইচ্ছা অনুসারে হয়। বিবাহের আগে ছেলে মেয়েদের নিজেদের মধ্যে সাক্ষাৎ করা নিষেধ রয়েছে।
নেপাল হল বিশ্বের ৪৯ টি দেশের মধ্যে একটি দেশ, যার সীমানায় কোন সাগর কিংবা মহাসাগর মিলিত হয় না। যা বিশেষ তাৎপর্যপূর্ণ। নেপালের রাজধানীর নাম কাঠমান্ডু, এই কাঠমান্ডু শহর ২ হাজার বছরের পুরনো শহর। এই শহরে আছে বহু পুরনো পুরনো বৌদ্ধ মন্দির। হিন্দুদের অন্যতম ধর্মস্থানগুলির মধ্যে রয়েছে পশুপতিনাথ মন্দির, পশুপতিনাথ মন্দির নেপালে অবস্থিত।
পৃথিবীর সর্বোচ্চ সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের অবস্থান নেপালে। বিশ্বের মোট ১০টি সর্বোচ্চ শৃঙ্গের মধ্যে আটটি শৃঙ্গ নেপালে রয়েছে। এছাড়া এখানে হিমালয় পর্বতমালা অবস্থান করে।
পাশ্চাত্য দেশগুলিতে মদ্যপান অত্যন্ত জনপ্রিয়। কিন্তু নেপাল এমন একটা দেশ, যেখানে অনেকেই আছেন, যাঁরা সারা জীবনে মদ্যপান করেননি। নেপাল একটি ধার্মিক দেশ বলে বিশ্বমঞ্চে পরিচিত। এখানে খুব অল্প খরচে ভ্রমণ করা যায়। ভারতের এক রুপি সমান নেপালের ৬৩ টাকা।
আগে চরস, গাজা, সহ বিভিন্ন নেশা জাতীয় দ্রব্যর প্রচলন ছিল নেপালে। তবে এইসব নেশা জাতীয় দ্রব্য এখন সম্পূর্ণ নিষিদ্ধ। নেপাল একমাত্র দেশ, যার জাতীয় পতাকা চতুর্ভুজ আকৃতির নয়। নেপালের জাতীয় পতাকা হিন্দু এবং বৌদ্ধ উভয় ধর্মের বার্তা বহন করে।
নেপালের এমন কিছু জনজাতি রয়েছে, যাঁদের মহিলাদের অনেক স্বামীর প্রচলন আছে। এমনি সব প্রথা নেপাল রয়েছে। নেপালের বাসিন্দাদের নেপালি বলা হয়। এরা অত্যন্ত কষ্ট সহিষ্ণু হয়। উত্তরবঙ্গের অলিখিত রাজধানী শিলিগুড়ির থেকে খুব একটা দূরে নয় প্রতিবেশী দেশ নেপাল। সম্প্রতি এনবিএসটিসি-র উদ্যোগে শিলিগুড়ির তেনজিং নোরগে বাসস্ট্যান্ড থেকে নেপালের রাজধানী কাঠমান্ডু পর্যন্ত বাস পরিষেবা চালু হয়েছে। একেবারে শীততাপ নিয়ন্ত্রিত এই বাসে খুব কম খরচে অনায়াসে চলে যাওয়া যায় নেপাল।
previous post
next post