সুভাষ পাল, সংবাদ কলকাতা: গত টি-২০ বিশ্বকাপে দুবাইয়ে পাকিস্তানের কাছে হারে ভারত। রবিবার মেলবোর্নে এবারের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে জবরদস্ত বদলা নিল। মূলত বিরাট কোহলির ঝোড়ো ব্যাটিংয়ের কাছে নতজানু হল পাকিস্তান। এদিন প্রথমে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটের বিনিময়ে রোহিত শর্মাদের সামনে ১৬০ রানের টার্গেট রাখে পাকিস্তান। জবাবে ৬ উইকেট হারিয়ে সেই টার্গেট পূর্ণ করে ভারত। ম্যাচ চলাকালীন এক সময় ভারত ম্যাচ হারার পর্যায়ে চলে যায়। ৩১ রানের বিনিময়ে ৪ উইকেট হারিয়ে বসে টিম ইন্ডিয়া। কিন্তু অপরাজিত বিরাট কোহলি ৫৩ বলে ৮২ রান তুলে সেই অসম্ভব ম্যাচকে সম্ভব করে তোলেন।
শেষ ৫ বলে রুদ্ধশ্বাস ব্যাটিং করে ভারত। তখন ম্যাচ হাসিল করতে মাত্র ১৬ রান দরকার। পাকিস্তান শিবিরে তখন বোলিংয়ে ছিলেন নওয়াজ। তাঁর দ্বিতীয় বলে দীনেশ কার্তিক ১ রান করেন। এরপর আসে কোহলির ব্যাটিং। নওয়াজের তৃতীয় বলে কোহলি ২ রান করেন। এর পরেই ছিল নো বল। সেই বলে ছক্কা হাঁকান বিরাট। চতুর্থ বলে ফ্রি হিট থাকায় কোহলি বোল্ড আউট হননি। বল স্টাম্পে লেগে পিছনে চলে যেতেই কোহলি ও কার্তিক দৌড়ে ৩ রান তুলে নেন। সবচেয়ে টান টান উত্তেজনা শেষ দুই বলে। এই দুই বলে আর মাত্র দুই রান দরকার ছিল। পঞ্চম বলে স্টাম্পড হন কার্তিক। তিনি ১ রান করেন ২ বলে। ফলে শেষ বলে দরকার ছিল ২ রান। কার্তিকের পর ব্যাটে আসেন অশ্বিন। এই সময় একটি ওয়াইড হয়। ওয়াইড বলে রান পেতেই ম্যাচ লেভেল হয়ে যায়। শেষ বলে ১ রান তুলে জয় নিশ্চিত করে অশ্বিন। ম্যাচের সেরা হন কোহলি।
previous post
