শুনলে চমকে যাবেন আপনিও। মাত্র ৩ হাজার গাড়ি থেকে ৩ কোটি টাকা কর আদায়! স্বাভাবিক ভাবে সবার মনেই প্রশ্ন আসবে, সেটা কিভাবে সম্ভব! সম্ভব এজন্যই বছরের পর এই গাড়ি গুলোর কর বকেয়া রয়েছে। কোনও গাড়ির পাঁচ বছর, তো কোনও গাড়ির তারও বেশিদিন ধরে বকেয়া ছিল কর। ফলে বহু গাড়ির বকেয়া করের সম্মিলিত রাশি এই বিপুল পরিমানে গিয়ে দাঁড়িয়েছে। কোনও কোনও গাড়ির বকেয়া কর কম বেশি ১ লক্ষ টাকা।