November 2, 2025
রাজ্য

কোলাঘাট থানার দেউলিয়া বাজারে ভস্মীভূত হলো ৫ টি দোকান

আজ রাত ২ টো নাগাদ পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার দেউলিয়া বাজারে ভস্মীভূত হলো ৫ টি দোকান। স্থানীয় সূত্রে জানাগেছে,16 নম্বর জাতীয় সড়কের পাশে একটি রেস্টুরেন্ট থেকে আগুন ছড়ায়। জানা যায়, তিনটি সিলিন্ডার বাস্ট হয়। এরপর আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দোকানগুলিতে। ঘটনাস্থলে আসে কোলাঘাট থানার পুলিশ। আসে দমকলের দুটি ইঞ্জিন। এই ঘটনায় অবরুদ্ধ হয়ে পড়ে ১৬ নম্বর জাতীয় সড়ক। প্রায় এক ঘণ্টার প্রয়াসে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রসঙ্গত,এই রেস্টুরেন্ট বাদেও আরো চারটি দোকান ভস্মীভূত বোধ হয়। এই ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। গভীর রাতে দেউলিয়া বাজার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা।

Related posts

Leave a Comment