30 C
Kolkata
August 4, 2025
জেলা

কোলাঘাটে ৬টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের খাবার বন্ধ

কোলাঘাট: ৬টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রায় ৯দিন মিলছে না মিড ডে মিলের খাবার। অভিযোগ শিশুর পরিবারের। স্থানীয় বিডিওকে গত বুধবার জানানো হলেও তিনিও পরিদর্শনে আসেননি বলে দাবি বিরোধীদের। কোলাঘাট ব্লকের সিদ্ধা-২ অঞ্চলের ৬টি আইসিডিএস কেন্দ্রে গত ৯দিন ধরে শিশুদের মিড ডে মিলের খাবার বন্ধ। কোনও কেন্দ্রে আট দিন ধরে। আবার কোনওটায় ৬দিন ধরে বাচ্চা ও প্রসূতিদের খাবার বন্ধ। সিদ্ধা-২ গ্রাম পঞ্চায়েতের কাঁটামনি, গোপালনগর, দেহাটিতে দুটি, ধুলিয়ারা, গুরচাকলিতে মোট ৬টি আইসিডিএস সেন্টারের বাচ্চাদের খাবার বন্ধ রয়েছে।

এই মুহূর্তে ৬টি ICDS কেন্দ্রে প্রায় ২০০ শিশু পড়াশোনা করছে। খাবার বন্ধের একটাই কারণ, চাল নেই। অপরদিকে আইসিডিএস-এর শিক্ষকরাও গরহাজির। স্থানীয়দের কাছে জানা গিয়েছে, তিনি অন্য জেলায় রয়েছেন। তিনি আসলেও পড়ান না ঠিক মতো। আবার এখন খাবার মিলছে না। অভিভাবকরা কারণ জিজ্ঞাসা করলে, তার একটাই দাবি, সরকার থেকে চাল আসেনি। অভিযোগ, অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি। যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ এলাকাবাসী। বিজেপির কোলাঘাট ব্লকের বিরোধী দলনেতা জানিয়েছেন, খাবার অমিলের কথা তিনি বিডিওকে জানিয়েছেন। চিঠিও দিয়েছেন। কিন্তু বিডিও আশ্বাস দেওয়ার পরেও পরিদর্শনে আসেনি।

প্রসঙ্গত সরকারের অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরির মূল উদ্দেশ্য ছিল, যাতে প্রসূতি ও শিশুরা সুষম খাবার পায়। কিন্তু যেখানে খাবারই অমিল, সেখানে সুষম আহারের খোঁজ বিলাসিতা মাত্র। এমনই ভাবছেন গ্রামবাসীরা। অপরদিকে কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি ঘটনাটি জানার পর তড়িঘড়ি স্থানীয় অঞ্চল প্রধানকে সমস্যার সমাধানের নির্দেশ দিয়েছেন।

Related posts

Leave a Comment