21 C
Kolkata
December 26, 2024
Featured জেলা

কোর কমিটি থেকে সরে দাঁড়ালেন কাঞ্চন অধিকারী

বীরভূম, সিউড়ি: আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবার খয়রাশোল ব্লকের কোর কমিটির দুই সদস্যকে যুগ্ম আহ্বায়ক করার প্রতিবাদে কোর কমিটি থেকে সরে দাঁড়ালেন কাঞ্চন অধিকারী। এই ঘটনা যেন আবারও খয়রাশোলে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সামনে আনল।

গত কয়েকদিন আগে রাজ্য তৃণমূলের নির্দেশমতো খয়রাশোলের ব্লক সভাপতি কাঞ্চন অধিকারী কে সরিয়ে খয়রাশোল ব্লকের তৃণমূলের পাঁচ জনের একটি কমিটি গঠন করা হয়। এই পাঁচ জন কমিটির মধ্যে ছিলেন কাঞ্চন অধিকার, কাঞ্চন দে, কেদার ঘোষ, শ্যামল গায়েন ও উজ্জ্বল কাদেরী। আজ জেলা কোর কমিটির বৈঠক ছিল খয়রাশোল ব্লক তৃণমূল কার্যালয়ে। সেখানে জেলা কোর কমিটির চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরী ও সুদীপ্ত ঘোষ এই তিনজন সদস্য উপস্থিত ছিলেন।

আজ তাঁদের উপস্থিতিতে কেদার ঘোষ ও শ্যামল গায়েনকে যুগ্ম আহ্বায়ক করা হয়। এরপরই খয়রাশোলের প্রাক্তন ব্লক সভাপতি তথা খয়রাশোল ব্লকের পাঁচ জনের কমিটির কাঞ্চন অধিকারী ব্লক কোর কমিটি থেকে সরে দাঁড়ান। তিনি জানান, শ্যামল গায়েন দুর্নীতিগ্রস্ত, তার কথা সবাই জানে। আমি একজন সাধারন কর্মী হয়ে থাকতে চাই। তবে এই প্রথম নয়। এর মাসখানেক আগেই ঘাসফুল শিবিরের বিজয়া সম্মেলনীকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। তখন জেলা নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া হয়।

Related posts

Leave a Comment