April 15, 2025
রাজ্য

কোয়াটার থেকে উদ্ধার ডায়মন্ডহারবার হাসপাতালের চিকিৎসকের দেহ

ডায়মন্ডহারবার: গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এলাকায়। মৃত চিকিৎসক কল্যানাশীষ ঘোষ( ৪৪)। ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন।

জানা যায়, রবিবার গভীর রাতে পরিবারের সাথে ফোনে যোগাযোগ করেন ওই চিকিৎসক তিনি মানসিক অবসাদে ছিলেন । এরপরেই পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানালে গভীর রাতে মেডিকেল কলেজে হাসপাতালের কোয়ার্টারে পুলিশ কর্মীরা পৌঁছে দেখেন গলায় ফাঁস লাগানো অবস্থায় রয়েছে ওই চিকিৎসক। এরপরেই তাকে উদ্ধার করে ডায়মন্ডহারবার মেডিকেল কলেজেও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে জানায়। অন্যদিকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ডহারবার পুলিশ মর্গে পাঠানো হয়। তবে কি কারণে মৃত্যু? তার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ

Related posts

Leave a Comment