হুগলি, ৪ আগস্ট: হুগলির কোদালিয়া এক নং গ্রাম পঞ্চায়েত এলাকার একটি কলাবাগান থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করল পুলিশ।স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে, এলাকার এক বাসিন্দা কলা বাগানে যাওয়ার সময় তার নজরে পড়ে বোমাগুলি। এরপর তিনি পাড়ার বাসিন্দাদের খবর দেন। স্থানীয়রা পুলিশে খবর দিলে, পুলিশ এসে বোমা গুলো উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। বোমা উদ্ধারের পর হুগলি জেলা বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, এই বোমা গুলো এখানে পঞ্চায়েত নির্বাচনে গন্ডোগোল করবার জন্য তৃণমূলের দুষ্কৃতীরা রেখেছিল। এমনটাই অভিযোগ বিজেপির যুব মোর্চার সহ সভাপতিরও।