হানোই, ১২ এপ্রিল– কোটি কোটি ডলার জালিয়াতির অভিযোগে মৃতু্যদণ্ডের সাজা ঘোষণা হল ভিয়েতনামের এক মহিলা ধনকুবেরের৷ ভাবুন ভারত হলে বছরের পর বছর চলত সেই দূর্নীতির মামলা৷ তারপরও ভরসা নেই দূর্নীতি প্রমান হত কিনা৷ আর এখানেই ফারাক ভারত-ভিয়েতনামে৷ আদালতে চলতে থাকা মামলাতেই তাঁর বিরুদ্ধে ওঠা প্রায় ২৭ বিলিয়ন ডলার দুর্নীতির অভিযোগ, সেদেশের অন্যতম বড় দুর্নীতির মামলা৷ ভিয়েতনামের অন্যতম বৃহত্তম রিয়েল এস্টেট সংস্থা ‘ভ্যান থিন ফ্যাট’-এর প্রধান ছিলেন ৬৭ বছরের লান৷ বছর দুয়েক আগেই তিনি গ্রেপ্তার হয়েছিলেন৷ সেদেশের জিডিপির প্রায় ৩ শতাংশ তিনি জালিয়াতি করেছেন বলে অভিযোগ৷ ২০১২ থেকে ২০২২- এই বছর দশেক সময়কালে বহু ভুয়ো সংস্থার মাধ্যমে টাকা পাচারের অভিযোগ তাঁর বিরুদ্ধে৷ এর জন্য বহু সরকারি আধিকারিকদের মোটা টাকা ঘুষ দিয়েছেন বলেও অভিযোগ৷ ২০২২ সালে তিনি গ্রেপ্তার হন৷ তাঁর বিরুদ্ধে তহবিল তছরুপ থেকে ব্যাঙ্কিং আইন লঙ্ঘন, ঘুষ সহ নানা অভিযোগই আনা হয়েছিল৷ এবার মৃতু্যদণ্ডের সাজা শোনানো হল তাঁকে৷ যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন লান৷ তাঁর দাবি, তিনি ‘বোকা’৷ ব্যাঙ্কিং সেক্টরের মতো একটা ক্ষেত্র সম্পর্কে ভালো করে না জেনেই তিনি জডি়য়ে পডে়ছিলেন৷ আর সেটাই ছিল তাঁর ভুল৷ নিজেদের সহযোগীদের দিকেও আঙুল তুলতে দেখা গিয়েছে তাঁকে৷ গত সপ্তাহে শুনানি চলাকালীন তাঁকে বলতে শোনা যায়, হতাশার ধাক্কায় নিজেকে শেষ করে দেওয়ার কথাও ভেবেছিলেন৷
previous post
next post