কোচবিহার, ৮ জুলাই: পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে কোচবিহার জেলা জুড়ে উত্তপ্ত পরিস্থিতি। আক্রান্ত হচ্ছেন রাজনৈতিক কর্মী থেকে ভোটাররা। ভাঙচুর চালানো হয় ভোট গ্রহণ কেন্দ্রে। বাদ পড়েননি ভোট কর্মীরাও। কোচবিহারের খাটামারীতে একজন প্রিসাইডিং অফিসারকে মারধর করা হয়। সংঘর্ষে তৃণমূল ও বিক্ষুব্ধ তৃণমূল ( TMC ) ।দিনহাটার ( Dinhata ) খাটামারির ১৯১ নম্বর বুথে দেদার ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাস্থলে নিরাপত্তার জন্য ছিল না কোনও কেন্দ্রীয় বাহিনী। এমনকি রাখা হয়নি কোন পুলিশকেও। গোটা এলাকা জুড়ে এখন আতঙ্কের পরিবেশ।
previous post