সংবাদ কলকাতা: কেষ্ট কন্যা সুকন্যার প্রতি যত্নবান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী দলীয় নেতাদের কেষ্টর মেয়ের প্রতি নজর রাখার নির্দেশ দিয়েছেন। সম্প্রতি বীরভূমের নেতাদের নিয়ে কালীঘাটে বৈঠকে বসেন তৃণমূল সুপ্রিমো। সেখানে কথা প্রসঙ্গে মমতা বলেন, কেষ্ট এখন জেলে। বাড়িতে মেয়েটা একা রয়েছে। তোরা ওর বাড়ির খোঁজখবর রাখিস।
প্রসঙ্গত গরু পাচার মামলায় কেষ্ট এখন তিহার জেলে বন্দি থাকলেও তাঁর প্রতি সব সময় সদয় মনোভাবাপন্ন তৃণমূলনেত্রী। তিনি কেষ্টকে এখনও বীরভূমের সভাপতি পদেই বহাল রেখেছেন। সূত্রের খবর, কেষ্টকে দল থেকে সরালেই বীরভূমে তৃণমূলের গড়ে ভাঙ্গনের সম্ভাবনা প্রবল। সেজন্য কেষ্ট অনুগামীদের চটাতে চান না দলের হাই কমান্ড।
previous post