23 C
Kolkata
December 26, 2024
রাজ্য

কেশপুরে গোষ্ঠী কোন্দলের জেরে উড়ে গেল তৃণমূল কর্মীর হাত

কেশপুর, ১৬ নভেম্বর: রাজ্যে পঞ্চায়েত ভোটের আগাম রাজনৈতিক প্রস্তুতি শুরু হতেই উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের একাধিক জেলা। বিভিন্ন জেলায় ইতিমধ্যেই শুরু হয়েছে গুলি বোমাবাজির মতো ঘটনা। বাড়ছে গোষ্ঠীদ্বন্দ্ব। আজ বুধবার বোমাবাজিতে ফের উত্তপ্ত হয়ে উঠল কেশপুর। বোমার আঘাতে উড়ে গেল এক তৃণমূল কর্মীর হাত। আসন্ন পঞ্চায়েত নির্বাচন ঘিরে তৃণমূল কর্মীদের মধ্যে এক কর্মসূচি উপলক্ষে প্রস্তুতি চলছিল। এরই মধ্যে অপর এক বিক্ষুদ্ধ গোষ্ঠী বোমা নিক্ষেপ করে ওই প্রস্তুতি সভায়। তার জেরেই হাত উড়ে যায় এক তৃণমূল কর্মীর।
এই ঘটনায় তৃণমূল নেতৃত্ব দায় ঠেলে দেয় বিজেপির উপর। অপরদিকে বিজেপির দাবি, ক্ষমতা দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরেই এই ঘটনা ঘটে। কিন্তু স্থানীয় দলীয় কর্মীদের বক্তব্য অনুসারে, মন্ত্রী শিউলি সাহার প্ররোচনায় এই গোষ্ঠী কোন্দল।

Related posts

Leave a Comment