কান্নার, ১ জুন: কেরলে একটি এক্সপ্রেস ট্রেনে আগুন ধরিয়ে দিল এক অজ্ঞাত পরিচয় আততায়ী। এমনটাই অনুমান প্রশাসনিক সূত্রে। আজ ভোরবেলা কান্নুর স্টেশনে আলাপুঝা-কান্নুর এক্সপ্রেসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানা যায়, সন্দেহভাজন ওই আততায়ী কামরার ভিতরে প্রবেশ করার পরই আগুন লাগে। সঙ্গে সঙ্গে ছুটে আসে দমকল বাহিনী। দমকলের কর্মীরা দ্রুত ওই কামরাটিকে ট্রেনের অন্যান্য বগি থেকে আলাদা করে ফেলেন।
এদিকে আগুন লাগার পর কয়েক মুহূর্তে ভস্মীভূত হয়ে যায় কামরাটি। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। ওই আততায়ীর খোঁজে তল্লাশী শুরু হয়েছে বলে রেল পুলিশ সূত্রের খবর।