23 C
Kolkata
December 23, 2024
দেশ

কেরলের ওয়েনাড়ে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৫৮

ওয়েনাড়, ৩১ জুলাই: কেরলের ওয়েনাড় জেলায় ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। মঙ্গলবার রাত অবধি ১০৭ জনের মৃতের খবর পাওয়া যায়। বুধবার সকালে আরও ৫১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৮ জন। এছাড়া ধসের জেরে আটকে রয়েছেন আরও শতাধিক বাসিন্দা।

ইতিমধ্যে বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা জীবন বাজি রেখে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। উত্তাল নদীর স্রোতের ওপর দিয়ে তারের দড়ি বেয়ে বিপর্যস্ত এলাকায় পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে। সেই ভিডিও ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে তাঁদের স্টান্ট স্ট্যামিনা দেখলে অলিম্পিকসের পদকজয়ীরাও শ্রদ্ধায় মাথা অবনত করতে বাধ্য হবেন।

এরই মধ্যে বুধবার ঘটে গেল আরও একটি দুর্ঘটনা। কেরলের স্বাস্থ্যমন্ত্রী ওয়েনাড়ের বিপর্যস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে বীনা জর্জের গাড়ি। সকাল ৭টা ১০ মিনিটে এই পথদুর্ঘটনা ঘটে। তাঁর গাড়ির সঙ্গে একটি বাইকের ধাক্কা লাগে। দুর্ঘটনার পরেই মন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে স্থানীয় পুলিস সূত্রে জানা গিয়েছে, স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জের আঘাত গুরুতর নয়।

Related posts

Leave a Comment