April 9, 2025
রাজ্য

কেমন থাকবে আগামী কয়েক দিনের আবহাওয়া

সংবাদ কলকাতা, ৪ নভেম্বর: আগামী কাল থেকে কমবে তাপমাত্রা, এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে ছত্রিশগড়ের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করায় শনিবার কলকাতা সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল থেকে আকাশ পরিস্কার থাকবে। উত্তরবঙ্গে আজ ও আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা, বাকি জেলাগুলি শুষ্ক থাকবে। কালকের পর থেকে উত্তর পূর্বের শীতল হাওয়া প্রবেশ করবে ফলে তাপমাত্রা অনেকটাই কমে যাবে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেট তাপমাত্রা কমবে। আজ তাপমাত্রা ৩২ ডিগ্রি ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের এর আশেপাশে রয়েছে। আগামীকাল থেকে তাপমাত্রা অনেকটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নেমে যাবে।

Related posts

Leave a Comment