April 27, 2025
রাজ্য

কেন দুবাই যাচ্ছিলেন রুজিরা? রহস্য ফাঁস!

সংবাদ কলকাতা, ৮ জুন: আজ রুজিরাকে কী কী বিষয়ে জেরা করা হতে পারে, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। ইডি সূত্রের খবর, রুজিরার দুবাই যাত্রা নিয়ে ইডির পক্ষ থেকে ধেয়ে আসতে পারে একাধিক প্রশ্ন। কয়লা পাচার মামলায় তিনি যদি সম্পূর্ণ নির্দোষ হয়ে থাকেন, তাহলে লুক আউট নোটিস জারি থাকাকালীন কেন তিনি দুবাই যেতে চাইছেন। সেখানে গেলে তিনি কোথায় থাকবেন, কী কী কাজ করবেন সে বিষয়েও বিস্তারিত তথ্য জানতে চাওয়া হতে পারে।

পাশাপাশি, তাঁর বিদেশ যাত্রার বিষয়ে আদালতের ঠিক কী নির্দেশ রয়েছে সে বিষয়েও জানতে চাওয়া হতে পারে। আর আদালতের নির্দেশ নিয়ে এই প্রশ্ন নিয়েই রাজনৈতিক মহলে তৈরি হয়েছে একাধিক রহস্য! কারণ, আদালতের নির্দেশ তো ইডি তখনই পেয়েছেন। তাহলে আলাদা করে কেন তাঁকে এই প্রশ্ন করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট? অনেকের ধারণা, এই প্রশ্নের জবাব দিতে গিয়েই রুজিরা একাধিক সমস্যার সম্মুখীন হবেন। তাঁর কোনও অশুভ উদ্দেশ্য থাকলে সেটা ধরা পড়ে যাবে।

আদতে আদালত লুক নোটিস জারি থাকা সত্ত্বেও সাধারণত বিশেষ বিশেষ ক্ষেত্রে বিদেশ যাওয়ার অনুমতি দেয়। সেজন্য নিতান্ত জরুরি পরিস্থিতি তৈরি না হলে বিদেশ যাওয়ার কোনও প্রয়োজন নেই। কিন্তু রুজিরার ক্ষেত্রে সেরকম কোনও জরুরি পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে এখনও পর্যন্ত কোনও খবর পাওয়া যায়নি। যার সমাধান ভারতে হবে না।

Related posts

Leave a Comment