December 27, 2024
দেশ

কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দির মাধ্যমে পাঠদানের বিরোধিতা করে মোদীকে চিঠি দিলেন স্ট্যালিন

চেন্নাই, ১৭ অক্টোবর: কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দির মাধ্যমে পাঠদানের বিরোধিতা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। এব্যাপারে একটি সংসদীয় কমিটির সুপারিশের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন তিনি। গতকাল নরেন্দ্র মোদীকে এই চিঠি দিয়েছেন তিনি।

নরেন্দ্র মোদীকে লেখা তাঁর এই চিঠিতে স্ট্যালিন বলেছেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে এই কমিটি  অন্যান্য বিষয়ের সাথে, কেন্দ্রীয় সরকারের শিক্ষাপ্রতিষ্ঠানে হিন্দির মাধ্যমে শিক্ষাকে বাধ্যতামূলক হওয়া উচিত বলে সুপারিশ করা হয়েছে। যেমন আইআইটি, আইআইএম, এআইআইএমএস, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষাক্ষেত্রে ইংরেজির স্থানে হিন্দি প্রতিস্থাপন করা উচিত।”

ডিএমকে প্রধান বলেন, ভারতের সংবিধানের অষ্টম তফসিলে তামিল সহ ২২টি ভাষা রয়েছে। এই টেবিলে আরও কিছু ভাষা অন্তর্ভুক্ত করার দাবি রয়েছে। তিনি বলেন, সংখ্যাগতভাবে ভারতীয় ইউনিয়নে হিন্দি ব্যতীত অন্য ভাষায় কথা বলা লোকের সংখ্যা হিন্দিভাষী লোকদের চেয়ে বেশি।

স্ট্যালিন পরামর্শ দিয়েছেন, কেন্দ্রীয় সরকারের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত অষ্টম তফসিলে, সরকারী ভাষা, বৈজ্ঞানিক বিকাশ এবং প্রযুক্তিগত সুবিধার কথা মাথায় রেখে  তামিল সহ সমস্ত ভাষাকে উন্নীত করা এবং অগ্রগতির পথ উন্মুক্ত রাখা। শিক্ষা ও কর্মসংস্থানে সকল ভাষার মানুষের সমান অধিকার।

“অতএব, আমি অনুরোধ করছি যে, প্রতিবেদনে সুপারিশকৃত বিভিন্ন উপায়ে হিন্দি ভাষাকে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা থেকে বিরত থাকলে ভালো হয়। তাতে ভারতের ঐক্যের গৌরবময় শিখা চিরকালের জন্য উজ্জল থাকতে পারে”।

Related posts

Leave a Comment