31 C
Kolkata
April 16, 2025
রাজ্য

কেন্দ্রীয় বাহিনী আর রাজ্য পুলিশের কাছে দায়বদ্ধ নয়: নোডাল অফিসার

সংবাদ কলকাতা: এবার কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসারের বক্তব্যে কেঁপে উঠল নবান্ন। বৃহস্পতিবার হাইকোর্টের নির্দেশকে সামনে রেখে কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার বললেন, কেন্দ্রীয় বাহিনী আর রাজ্য পুলিশের মুখাপেক্ষী হয়ে থাকবে না। যেখানেই অশান্তির খবর আসবে, সেখানেই ছুটে যাবে বাহিনী। উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসা দমনের জন্য কেন্দ্রীয় বাহিনীকে আরও ১০ দিন রাজ্যে থাকার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এ প্রসঙ্গে উল্লেখ করা যায়, সংবিধান অনুযায়ী রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষা রাজ্যের বিষয়। সেখানে কেন্দ্র হস্তক্ষেপ করতে পারে না। সেটা রাজ্যের তরফে জানানো হয় কেন্দ্রীয় বাহিনীকে। কিন্তু , বিএসএফ কর্তা স্পষ্ট জানিয়ে দেন, হাইকোর্টের নির্দেশের পর কেন্দ্রীয় বাহিনীর আর জেলা পুলিশকে জানানোর প্রয়োজন নেই, শুধু রাজ্যকে জানালেই হবে। এই ঘটনায় যে রাজ্যের স্বাধিকার হরণ করা হচ্ছে, সেটা রাজ্যের শাসক দল বুঝতে পারলেও হাইকোর্টের নির্দেশকে অমান্য করার উপায় নেই রাজ্যের, সেটা স্পষ্টই বুঝেছে রাজ্যের শাসক দল। এরপরেই রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী প্রত্যেক জেলার জেলা শাসক ও পুলিশ সুপারদের সাথে আলাদা আলাদা বৈঠক করে নির্দেশ দেন কোথাও যেন কোনও রকম অশান্তি না হয়, সেদিকে নজর রাখতে হবে। প্রয়োজনে স্পর্শকাতর এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করতে হবে। রাজ্য সরকারের এই বিলম্বিত বোধোদয় যে রাজ্যবাসীকে কিছুটা সুরক্ষা দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related posts

Leave a Comment