গতকাল জলপাইগুড়ি কোতোয়ালি থানা এলাকায় এসে পৌছেছে এক কোম্পানির কেন্দ্রীয় বাহিনী, ভোটারদের মনোবল বাড়াতে এদিন সকাল থেকে বাহাদুর, তিয়াত্তর মোড় ও সংলগ্ন এলাকায় টহল দেন তারা এবং সাধারন মানুষের কথা তারা, জানাগিয়েছে, বিহারের ঠাকুরগঞ্জ থেকে এসএসবি তে কর্তব্যরত এই জওয়ানদের জলপাইগুড়িতে নিয়ে আসা হয়েছে, লোকসভা নির্বাচনের আগে ভোটারদের মনোবল বাড়াতে এখন থেকে সকাল বিকেল বিভিন্ন এলাকায় নিয়ম করে টহল দেবেন তারা।