প্রয়াগ, ৬ জুলাই: কেদারনাথ মন্দির চত্বরে ভিডিও রেকর্ডিং নিয়ে জারি হল নিষেধাজ্ঞা। এবার থেকে সেখানে আর ভিডিও তৈরি করতে পারবেন না দর্শনার্থীরা। রিল বানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করলে সেটা অপরাধ বলেই গণ্য হবে। মূলত মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগার অভিযোগে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি কেদারনাথ, বদ্রীনাথ মন্দির কর্তৃপক্ষ ভিডিও রেকর্ডিং বন্ধের দাবি জানিয়ে উত্তরাখন্ড পুলিশকে চিঠি দিয়ে আবেদন জানায়। পুলিশ সেই আবেদনে সম্মতি জানিয়ে কড়া নির্দেশ দিয়েছে। উত্তরাখণ্ড পুলিশের তরফে জানানো হয়েছে, কেদারনাথ মন্দির চত্বরে কোনও ভিডিও বা রিল বানানো যাবে না। কেউ সেই নির্দেশ লঙ্ঘন করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে সেই নির্দেশ কার্যকর করা শুরু হয়েছে। নিয়ন্ত্রণ করা হচ্ছে সামাজিক মাধ্যমকেও।
জানা গিয়েছে, সম্প্রতি এক যুগল কেদারনাথ মন্দির চত্বরে একটি ইনস্টাগ্রাম রিল বানিয়েছিলেন। ভিডিওতে দেখা যায়, এক যুবক কেদারনাথ মন্দির চত্বরে দাঁড়িয়ে প্রার্থনা করছেন। সেসময় ওই যুবকের বান্ধবী তাঁর পাশেই দাঁড়িয়েছিলেন। তাঁর পরনে ছিল হলুদ শাড়ি। যুবকটি যখন প্রার্থনা করছিলেন, সেই সময় তাঁর পাশে হাঁটু মুড়ে বসে পড়েন তরুণী। এবং তাঁকে বিয়ের প্রস্তাব দিয়ে আংটি পরিয়ে দেন। এরপর একে অপরে গভীর আলিঙ্গনে আবদ্ধ হন। সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। সামাজিক মাধ্যমে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হন মন্দির কর্তৃপক্ষ। এরপরই তাঁরা ভিডিও রেকর্ডিং বন্ধ করার জন্য উত্তরাখন্ড পুলিশকে আবেদন জানান।
previous post