21 C
Kolkata
December 25, 2024
জেলা

কুশমন্ডি ব্লকে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা

কুশমন্ডি: দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে কালিকামড়া গ্ৰাম পঞ্চায়েত কুর্শা পুকুর এলাকায় মঙ্গলবার সকালে আনুমানিক 10 বছরের নাবালিকা মেয়েকে ধর্ষণ করার চেষ্টার অভিযোগ 50 বছরের বৃদ্ধ আব্বাস আলীর বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, নাবালিকা মেয়েটির বাবা-মা কাজের সূত্রে ভিন রাজ্যে থাকে। সেজন্য গত দুই বছর ধরে ওই নাবালিকা তার দাদু ও দিদার কাছে থাকত। মঙ্গলবার দাদু আজিজুর রহমান ও দিদা তাজনেহার বেগম বাড়িতে ছিলেন না। তাঁরা চাষের ক্ষেতে লঙ্কা তুলতে গিয়েছিলেন। সেই সময় বাড়ি ফাঁকা পেয়ে ধর্ষণ করার চেষ্টা করে 50 বছরের বৃদ্ধ আব্বাস আলী। ঘটনাটি দেখতে পায় নাবালিকার ছোট বোন অভিযুক্তকে হাতে কামড় দেয়। যদিও অভিযুক্ত আব্বাস আলী ধর্ষণ করার অভিযোগ অস্বীকার করেছে। নাবালিকার পরিবারের পক্ষ থেকে কুশমন্ডি থানায় অভিযোগ করা হয়েছে। দোষীকে চরম শাস্তির দাবি করলেন নাবালিকার দিদা তাজনেহার বেগম।

Related posts

Leave a Comment