30 C
Kolkata
August 3, 2025
রাজ্য

কুলটির বিস্ফোরণস্থলে নমুনা সংগ্রহ করল ফরেনসিক বিশেষজ্ঞরা

আসানসোল, ১০ এপ্রিল: গত শুক্রবার গভীর রাতে কুলটি থানার দিশেরগড়ের ময়লাগাদা এলাকায় এক রিকশ চালকের বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয়। সুভাষঘাসির বাড়িতে সেই বিস্ফোরণে উড়ে যায় টিনের চাল। ঘটনার পর পুলিস জায়গাটি সিল করে দেয়। সোমবার সেই বিস্ফোরণস্থল থেকে নমুনা সংগ্রহ করলেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। দুর্গাপুর থেকে আসা সেই ফরেন্সিক বিশেষজ্ঞদের সঙ্গে ছিলেন বম্ব স্কোয়াড ও দমকলের প্রতিনিধিরা। ডিসি অভিষেক মোদি জানান, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে পুলিস এই ঘটনার রহস্য উদ্ধার করতে দফায় দফায় বাড়ির মালিক ও তাঁর ছেলেকে জিজ্ঞাসাবাদ করছে। যদিও এখনও কোনও কিনারা করতে পারেনি পুলিস।

Related posts

Leave a Comment