বিশেষ সংবাদাতা, কুলটি: সাত সকালে শুট আউট এর ঘটনায় এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি কুলটির চিনাকুড়ি ৩ নম্বর এলাকার। মৃতের নাম শম্ভুনাথ মিশ্র (55)। ঘটনার সম্পর্কে জানা যায় যে, বুধবার সকালে চিনাকুড়ি ৩ নম্বর মোড়ে দাঁড়িয়েছিলেন শম্ভুনাথ মিশ্র। সেই সময় কয়েকজন দুষ্কৃতী এসে শম্ভুনাথকে লক্ষ্য করে পরপর গুলি চালায়।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী। গুলিবিদ্ধ অবস্থায় আক্রান্ত ব্যক্তিকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ৬ রাউন্ড গুলি চলে। ঘটনাস্থল থেকে গুলির খোলও উদ্ধার করেছে পুলিশ। কী কারণে এই খুন এবং করা এই গুলি চালাল তার তদন্ত শুরু করেছে পুলিশ। তাছাড়া বিভিন্ন নাকা পয়েন্টে চলছে নাগাদ তল্লাশি।
previous post
