সংবাদ কলকাতা: বৃহস্পতিবার রাজ্যের মানুষ দেখল কুন্তল ঘোষ ও তাপস মন্ডলের এক প্রস্থ দ্বৈরথ। তাপস মন্ডল কুন্তলের বিরুদ্ধে করলেন বিস্ফোরক অভিযোগ। তাপস মন্ডল জানান, কুন্তল ঘোষ অভিষেক ব্যানার্জির নাম করে সাধারণ মানুষের থেকে প্রায় ৫০০ কোটি টাকা তুলেছে। যে টাকায় বিপুল সম্পত্তি করেছে কুন্তল। এছাড়াও এই টাকা হাওয়ালায় খাটানো হত। আত্মপক্ষ সমর্থনে কুন্তল বলেন, ওর মাথা খারাপ হয়ে গিয়েছে।
previous post