সংবাদ কলকাতা: সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষকে নিয়ে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। হুগলির যুবনেতা কুন্তল ঘোষের ফ্ল্যাট থেকে উদ্ধার হল বেশ কিছু নথি। যে নথিতে মিলেছে রহস্যজনক গোলাকার কিছু সাংকেতিক চিহ্ন। চিহ্নগুলির অর্থ খুঁজতে বর্তমানে তৎপর হয়েছে সিবিআই। এই সাংকেতিক চিহ্নগুলির সাথে কোনও আর্থিক লেনদেনের সম্পর্ক আছে কিনা, তার সন্ধান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেজন্য এই চিহ্নগুলির সারমর্ম বোঝার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
পূর্বেই নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মন্ডলকে হেপাজতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। জেরায় মিলেছে বহু গুরুত্বপূর্ণ তথ্য। তাপস মন্ডলের দাবি, কুন্তল ঘোষ নিয়োগ দুর্নীতি মামলায় ৩২৫ জনের কাছ থেকে তিন কোটি ২৫ লক্ষ টাকা নিয়েছেন। এছাড়াও ঘুর পথে তাপস মন্ডলের কাছে প্রায় ১৯ কোটি টাকা যায়। এবার তাপস মন্ডলের কথার সাথে কুন্তলের বাড়ি থেকে পাওয়া নথির সম্পর্ক খতিয়ে দেখার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা।
প্রসঙ্গত মানুষের মনে কৌতূহল জন্মেছে, রাজ্যে তৃণমূল নেতাদের কাছ থেকে পাওয়া টাকার পাহাড়ের উৎস খুঁজতে গিয়ে আরও কত রহস্যজনক ঘটনার সম্মুখীন হতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তা ব্যক্তিদের?