সংবাদ কলকাতা: মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে নামবিয়া থেকে আসা মা চিতা ৪টি শাবকের জন্ম দিল। প্রতিটি শাবক বর্তমানে সুস্থ আছে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজকের এই ছবি শেয়ার করে আনন্দ প্রকাশ করেন। উল্লেখ্য, কুনোর আর এক চিতা শাশা ১ দিন আগে কিডনির অসুখে মারা যায়। কিন্তু সেই দু:খ সামাল দিতে পেরেছে আজকের এই নব জন্ম ৪ শাবক।
previous post