সংবাদ কলকাতা, ২২ অক্টোবর: মহা অষ্টমীর অঞ্জলি দিতে এদিন উত্তর কলকাতার অন্যতম সুপ্রাচীন পূজা মন্ডপ রামমোহন সম্মিলনীর পূজা মন্ডপে উপস্থিত হন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মূলত উত্তর কলকাতার এই রামমোহন সম্মিলনীর পুজো কুনাল ঘোষের পুজো বলেই খ্যাত। রাজ্যপাল এদিন নিষ্ঠার সাথে মহা অষ্টমীর পুষ্পাঞ্জলিতে অংশগ্রহণ করেন। পাশাপাশি ঘুরে দেখেন পুজো মণ্ডপটি।
এপ্রসঙ্গে এদিন কুনাল ঘোষ বলেন, একে অপরের মধ্যে রাজনৈতিক মতাদর্শগত বৈষম্য থাকতেই পারে। রাজনৈতিকভাবে, আদর্শগতভাবে যদি কোন কিছুর বিচ্যুতি লক্ষ্য করা যায়, তবে তার প্রতিবাদ হবেই। যদিও ব্যক্তিগত সম্পর্ক ও সৌজন্যের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই বলে তিনি দাবি করেন।