সংকল্প দে, বীরভূম: রাজ্যের বেশ কিছু প্রভাবশালী ব্যক্তি বিভিন্ন সময় বারবার লটারি জিতেছেন। বীরভূম–সহ রাজ্যের বিভিন্ন জেলায় তাঁরা ছড়িয়ে রয়েছেন। কেউ কেউ জেতা টিকিট দিয়েছেন নিজের ঘনিষ্ঠদের। এই টাকার অঙ্ক ৩০ থেকে ৪০ লক্ষ। বারবার তাঁরা এই অঙ্কের লটারি জিতেছেন। আর অনুব্রত ও তাঁর কন্যা পাঁচবার লটারি জেতেন। তিহার জেলে বন্দি এনামুল হকও লটারি জিতেছেন।
এইসব ঘটনা থেকেই স্পষ্ট, নির্দিষ্ট লটারি কোম্পানিকে ব্যবহার করে কালো টাকাকে সাদা করা হয়েছে। লটারির পুরষ্কার মূল্যের আসল প্রাপকের কাছ থেকে জোর করে টিকিট নিয়ে সেই নম্বর পঠিয়ে দেওয়া হতো ওই সংস্থার উচ্চ পদাধিকারীদের কাছে। এই বিষয়ে তথ্য পেতে নয়াদিল্লিতে ডেকে পাঠানো হয় ওই লটারি সংস্থার এক কর্মীকে। লটারি কাণ্ডে শুধু অনুব্রত মণ্ডলের নাম নেই। এই কাণ্ডে প্রভাবশালী বলে পরিচিত প্রায় ১২ জনের নাম রয়েছে। গত কয়েক বছরে নির্দিষ্ট একটি কোম্পানির লটারি জিতেছেন একাধিকবার।