প্রিয়াশ্রী খাঙ্গার ও সংকল্প দে, নানুর: নানুরের কিন্নাহারের স্থানীয় মাস্টার পাড়ার বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে আবাস যোজনা প্রকল্পের আবেদন করে যাচ্ছি। তা সত্বেও মিলছে না আবাস যোজনা ঘর। অথচ যাঁরা ঘর পাওয়ার সত্যিই যোগ্য, তাঁদেরকে দেওয়া হচ্ছে না ঘর। আর যাঁরা ঘর পাওয়ার যোগ্য নয়, তাঁরা একের পর এক, দু-তিনটে করে ঘরের টাকা পেয়ে যাচ্ছেন। আজ সেই নিয়েই আমরা কিন্নাহার ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের এসেছি প্রধানের সঙ্গে কথা বলতে। প্রধানকে জানাতে এসেছি, আমরা যদি আমাদের ঘরের টাকা না পাই, তাহলে আমরা আপনাদেরকে আগামী দিনে একটা ভোটও দেব না।
যদিও এবিষয়ে কিন্নাহার ১নং গ্রাম পঞ্চায়েতের প্রধান শিবরাম চ্যাটার্জি জানান, দু-চারজন হয়তো কোনও কাণবশত ঘর পাইনি। বাদবাকি কিছু মানুষ যাঁরা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই সমস্ত মানুষগুলোকে উস্কানি দিচ্ছে। যাতে এই বিষয় নিয়ে এখানে অনেকে পরিকল্পনা মাফিক আসার চেষ্টা করছে। একটা সাবমারসিবল বসেছে। সেই সাবমারসিবল-এর একটা স্লাব তৈরি করার জন্য একটা প্রোগ্রাম নিয়ে আসা হয়েছে। কিন্তু, এটাকে অন্যভাবে ডাইভার্ট করা হচ্ছে। যাতে একটা বিক্ষোভ সৃষ্টি করা যায় সেই চেষ্টা।
previous post
next post