শ্রীনগর, ৯ এপ্রিল: কাশ্মীর সীমান্তে একদল সশস্ত্র জঙ্গি অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় নিরাপত্তা রক্ষী বাহিনী। ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে। রাতের অন্ধকারে সীমান্ত টপকানোর চেষ্টা করে তারা। ভারতীয় জওয়ানরাও দেখা মাত্রই সঙ্গে সঙ্গে গুলি চালায়। পাল্টা গুলি চালাতে থাকে ওই অনুপ্রবেশকারী জঙ্গি গোষ্ঠী। সীমান্তের ওপার থেকে এপারের ভারতীয় জওয়ানদের সঙ্গে দীর্ঘক্ষণ লড়াই চালায় তারা। অবশেষে আজ রবিবার ভারতীয় জওয়ানদের গুলিতে খতম হয় এক জঙ্গি। তার মৃতদেহও উদ্ধার করা হয়েছে। এদিকে এই ঘটনার পর তারা পালিয়ে যায় বলে দাবি করে ভারতীয় সেনাবাহিনী। যদিও সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।