শ্রীনগর: কাশ্মীরের কুখ্যাত জঙ্গি বশির আহমেদ পীরের সম্পত্তি বাজেয়াপ্ত করল এনআইএ। হিজবুল মুজাহিদিনের সদস্য এই জঙ্গি ইমতিয়াজ আলম নামেও পরিচিত। সে দীর্ঘদিন ধরে ভারতে জঙ্গি কার্য্যকলাপ চালিয়ে যাচ্ছিল। হিজবুল মুজাহিদিন-এর জঙ্গিদের প্রশিক্ষণ দিত সে। ভারতে কীভাবে জঙ্গি হামলা ঘটানো যায়, সেই পরিকল্পনা করার দায়িত্ব ছিল তার ওপরে।
গত বছর অক্টোবর মাসে তাকে জঙ্গি ঘোষণা করে ভারত সরকার।গত ২০ ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে একদল দুষ্কৃতীদের হাতে খুন হয় সে। বশিরের বাড়ি কাশ্মীরের কুপওয়ারার বাবাপোরায়। রবিবার তার বাড়িতে আসে এনআইএ-এর আধিকারিকরা। বাজেয়াপ্ত করে তার সম্পত্তি।
next post