নতুন দিল্লি: ৩৭০ ধারা (Article 370) বিলোপের পর লাদাখ ও জম্মু কাশ্মীরে দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি হয়। ‘জম্মু ও কাশ্মীর পুনর্বিন্যাস আইন, ২০১৯’ মোতাবেক সেবছর অক্টোবর মাস থেকেই কাশ্মীরে লোকসভা ও বিধানসভা নির্বাচনী কেন্দ্রের পুনর্বিন্যাস শুরু করে মোদী সরকার। এজন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়। তাঁদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয় আসন পুনর্বিন্যাসের জন্য। এই কমিটি ২০২২ সালের মে মাসে কাজ শেষ করে রিপোর্ট জমা দেয়। আগে জম্মু ও কাশ্মীরের বিধানসভা কেন্দ্রের আসন সংখ্যা ছিল ৮৩। পুনর্বিন্যাসের ফলে সেটি বেড়ে হয় ৯০।
কিন্তু এই কমিশন গঠনেরই বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করে বিরোধী রাজনৈতিক দলগুলি। দায়ের হওয়া সেই মামলা সোমবার খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি এস কে কাউল ও বিচারপতি এ এস ওকার-এর বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, কেন্দ্র যেভাবে নির্বাচনী কেন্দ্রের বন্টন করেছে সেই পদ্ধতিকেই বহাল রাখা হবে। সুপ্রিম কোর্টের (Supreme Court) এই রায়ের ফলে স্বস্তি পেল কেন্দ্র সরকার।
previous post
