সংবাদ কলকাতা: কালীপুজো ও দীপাবলী উৎসব উপলক্ষে শিয়ালদা ডিভিশনে আজ ১২ নভেম্বর, রবিবার ৯টি অতিরিক্ত লোকাল ট্রেন চালানো হবে। শিয়ালদা-ডানকুনি, শিয়ালদা-বারাসাত, শিয়ালদা-রানাঘাট, শিয়ালদা-বারুইপুর শাখায় এই ট্রেনগুলি চালানো হবে। ট্রেনগুলি প্রতি স্টেশনে দাঁড়াবে। দুপুর ২টো থেকে রাত ২টো পর্যন্ত এই ট্রেনগুলি চলবে। তবে সকালে ও দুপুরের দিকে ১২টি লোকাল ট্রেনের মধ্যে ৬টি মাতৃভূমি লোকাল ওই দিন বাতিল থাকবে।
শুধু তাই নয়, পুজোর সময় পর্যটকদের জন্যও রয়েছে সুখবর! নভেম্বর মাসে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি প্রতি বুধবার বন্দে ভারত এক্সপ্রেস তিনটি অতিরিক্ত ট্রিপ দেবে। অর্থাৎ আগামী ১৫, ২২ ও ৩০ নভেম্বর এই অতিরিক্ত ট্রিপগুলি দেবে বন্দেভারত এক্সপ্রেস।
previous post
