শিলিগুড়ি, ২৪শে অক্টোবর: আমদানী আছে কিন্তু চাহিদা নেই। বাজারে নেই ক্রেতাদের দেখা। কালীপুজোর ঠিক এই সময়ে শিলিগুড়ির বাজারে চাহিদা থাকে গাঁদা ফুলের। সাধারণত দীপাবলির সময় অনেক মানুষ আলোকসজ্জার পাশাপাশি গাঁদা ফুল দিয়ে পুরো বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান সাজিয়ে তোলেন। তবে এবছর শিলিগুড়ির ফুলের বাজারে দেখা গেলো উল্টো চিত্র। যেখানে অন্যান্য বছর এই সময়ে ফুলের দোকানে লাইন দিয়ে গাঁদা ফুল কিনতে দেখা যায়, ক্রেতাদের সেই দৃশ্য আর দেখা যাচ্ছে না। থোকা থোকা গাঁদা ফুল ও ফুলের মালা নিয়ে ক্রেতাদের আশায় বসে রয়েছে ফুল বিক্রেতারা। এদিন বিক্রেতারা জানান, বাজারে ফুলের আমদানি রয়েছে বেশ ভালোই। তবে এবছর ক্রেতাদের সংখ্যা বাজারে খুবই কম। তবে এখনও হাতে আরও সময় রয়েছে। তাই লাভের আশায় বসে রয়েছেন ফুল বিক্রেতারা।
next post