37 C
Kolkata
April 6, 2025
জেলা

কালিম্পংয়ে সেতু থেকে পড়ে গেল বরযাত্রী বোঝাই গাড়ি, মৃত ৩

দার্জিলিং: কালিম্পংয়ে সেতু থেকে পড়ে গেল একটি বরযাত্রী বোঝাই গাড়ি। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে কালিম্পংয়ের মংপং ফাঁড়ি এলাকায়। গাড়িতে মোট ১০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন জনের। মৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। মৃতদের নাম তিলক মণ্ডল (৩৪) ও সাহিল শেখ (২৩)। ঘটনার খবর পেয়ে উদ্ধার কাজে ছুটে আসে পুলিশ। বাকি ৭ জন যাত্রী গুরুতর জখম হয়েছেন। তাঁরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে উদ্ধার কাজে ছুটে আসে পুলিশ। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রের খবর, শুক্রবার রাতে ডুয়ার্সের বানারহাট এলাকায় বিয়ে করতে যান রাজেশ এক্কা। তিনি শিলিগুড়ির বাসিন্দা। এদিন রাতে বিয়ে সেরে একটি বড় গাড়িতে করে ফিরছিলেন তাঁরা। সেই গাড়িতে চালক সহ ১০ জন ছিলেন। গাড়িটি মাল ব্লকের এলেনবাড়ি পার করে একটি বাঁক ঘুরতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রুংডুং নদীতে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মংপং ফাঁড়ির পুলিশ। সেখানে তিলক মণ্ডল নামে এক যুবক ও এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়।

নিহত ও আহতদের ওদলাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে দ্রুত নিয়ে যাওয়া হয় পুলিশ ও অ্যাম্বুলেন্স চালকদের তৎপরতায়। আহতদের রাতেই শিলিগুড়ি নিয়ে আসা হয়। শিলিগুড়ি নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি চালকের (সাহিল শেখ) মৃত্যু হয়। বাকিরা এখন শিলিগুড়িতেই চিকিৎসাধীন আছেন।
বর রাজেশ এক্কা ও নতুন বৌ পুনম ওঁরাও দু’জনেই শিলিগুড়ির একটি হাসপাতালে চিকিৎসাধীন। মংপং ফাড়ির ওসি মঙ্গল সিংলো বলেন, “রাত ১ টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। রাতেই আহত এবং নিহতদের উদ্ধার করে ওদলাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। শনিবার ক্রেনের সাহায্যে গাড়িটি তোলা হয়েছে। তবে নদীতে জল তেমন না থাকায় আরও বড় দুর্ঘনার হাত থেকে রক্ষা পেয়েছে”।

Related posts

Leave a Comment