বিশেষ সংবাদদাতা, কালনা: দুয়ারে কুমির! কথাটা শুনে একটু অবাক লাগতে পারে। অনেকে বলে উঠবেন সেটা আবার কিরকম? কিন্তু, এটাই বাস্তব। এবার কুমির হানা দিল ঘরের দুয়ারে। কালনা ১০ নম্বর ওয়ার্ড-এর পালপাড়া এলাকায় রাত ১.৩০ নাগাদ ১০ ফুটের এই কুমিরটিকে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা দেখামাত্রই থানায় খবর দেন। খবর পাওয়া মাত্রই কালনা থানার পুলিশ ফোর্স ওই এলাকায় হাজির হয়। কোনও মানুষের ক্ষতি যাতে না হয় এবং কোনও মানুষ কুমিরটাকে যাতে ক্ষতি করে দিতে না পারে, সেই কারণে পুলিশ নজর রাখছিল কুমিরটির দিকে। এলাকাবাসীরা জানান, তাঁদের জীবনে এই প্রথম কুমির বাড়ির সামনে চলে এসেছে। এই নিয়ে এলাকায় প্রবল আতঙ্ক ছড়ায়। এলাকাবাসীরা না ঘুমিয়ে সারারাত ধরে বাড়ির আশেপাশে এবং এলাকাতে ঘোরাঘুরি করতে থাকেন। পরিস্থিতি সামলাতে ফায়ার ব্রিগেড এসে হাজির হয়। খবর পেয়ে প্রথমে বনদপ্তরের আধিকারিকরা আসেন। এরপর তাঁরা জাল নিয়ে এসে কুমিরটিকে উদ্ধার করেন।