25 C
Kolkata
November 2, 2025
Featured কলকাতা খেলা

কার্লেসকে টক্কর দিতে হাবাসকে ফিরিয়ে আনল মোহনবাগান

সংবাদ কলকাতা: প্রায় দুই বছর পর নতুন ভূমিকায় মোহনবাগানে প্রত্যাবর্তন করলেন ক্লাবের প্রাক্তন চিফ কোচ হাবাস। আন্তোনিও লোপেজ হাবাসকে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ করল বাগান কর্তৃপক্ষ। তিনি বিভিন্ন বিভাগের ফুটবল দলের পরামর্শদাতার ভূমিকায় কাজ করবেন বলে জানা গিয়েছে। টেকনিক্যাল বিভাগকে সহযোগীতার পাশাপাশি স্ট্র্যাটেজি তৈরির কাজও করবেন হাবাস। বাগানের এই সিদ্ধান্তে খুশি হয়ে স্পেন থেকে পাঠানো এক বার্তায় হাবাস জানিয়েছেন, ‘মোহন বাগান সুপার জায়ান্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা আমায় কলকাতায় কাজ করার জন্য নির্বাচিত করেছেন। আমার কোচিং জীবনের সেরা সময়টা ওই শহরেই কেটেছে।’

প্রসঙ্গত, ২০২১-এর শেষের দিকে হাবাসকে ছাঁটাই করে তৎকালীন এটিকে মোহনবাগান। তখন আইএসএলের ম্যাচ চলছিল। তাঁর জায়গায় হুয়ান ফেরান্দোকে চিফ কোচ করা হয়। কিন্তু দুই বছর পর ফের হাবাসকে হুয়ানের মাথায় বসানোর কারণ কী? এই নিয়ে তৈরি হয়েছে নানান জল্পনা। অনেকের ধারণা, হাবাসকে এনে হুয়ান ফেরান্দোর ওপর চাপ বাড়ানো হয়েছে। অনেকের ধারণা, ইস্ট বেঙ্গল হাবাসকে কোচ হিসেবে নিয়োগ করতে চেয়েছিল। কিন্তু হাবাসের আর্থিক দাবি পূরণ করতে না পেরে আর এক স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাতকে নিয়োগ করেছে ইস্ট বেঙ্গল। সেজন্য মোহনবাগান পাল্টা আর এক স্প্যানিশ কোচ হাবাসকে ফিরিয়ে এনেছে।

যদিও বাগানের টিম ম্যানেজমেন্ট এই জল্পনায় জল ঢেলে দিয়েছে। তাঁদের ব্যাখ্যা, এই উদ্যোগের পিছনে নতুন প্রতিভা তুলে আনাই মোহনবাগানের মূল লক্ষ্য। সেই দায়িত্ব পালন করবেন হাবাস। তিনি সিনিয়র টিমকে যেমন মজবুত করবেন, তেমনি বয়স ভিত্তিক দল থেকে ভালো ফুটবলারদের তুলে আনার ব্যাপারে পরামর্শ দেবেন।

Related posts

Leave a Comment