31 C
Kolkata
April 16, 2025
দেশ

কারা কারা আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য নয়?

সংবাদ কলকাতা: ইতিমধ্যে কেন্দ্র সরকার রাজ্যের জন্য ১১ লক্ষ ৩৭ হাজার বাড়ি তৈরির জন্য ৮২০০ কোটি টাকা বরাদ্দ করেছে। যে আবাস যোজনা নিয়ে রাজ্যের প্রতিটি পঞ্চায়েত স্তর থেকে উঠেছে বিস্তর দুর্নীতির অভিযোগ। তালিকায় নাম থাকা ব্যক্তিদের ঘর পাওয়ার যোগ্যতা নিয়েও উঠেছে নানান প্রশ্ন। কিন্তু করা প্রকৃতপক্ষে ঘর পাওয়ার যোগ্য? তাঁদের সম্পত্তি ও আয়ের পরিমাণ কেমন হলে তবে তাঁদের আবাস যোজনার সরকারি ঘর দেওয়া উচিত? এত অভিযোগের মধ্যেও দেখে নেওয়া যাক, কারা কারা এই আবাস যোজনার টাকা পাওয়ার যোগ্য নয়।

১. বাড়িতে পাকা ছাদ অথবা পাকা দেওয়াল এবং দুটির বেশী ঘর থাকলে এই প্রকল্পে ঘর পাওয়ার যোগ্য নয়।
২. বাড়িতে দুচাকা বা চার চাকার গাড়ী থাকলে এই প্রকল্পে ঘর পাওয়ার যোগ্য নয়।
৩. মোটরচালিত মাছ ধরার নৌকা অথবা কৃষি যন্ত্রপাতি থাকলে এই প্রকল্পে ঘর পাওয়ার যোগ্য নয়।
৪. ৫০ হাজার বা তার বেশী টাকা ঋণের সুবিধাযুক্ত কিষান ক্রেডিট কার্ড থাকলে এই প্রকল্পে ঘর পাওয়ার যোগ্য নয়।
৫. পরিবারের এক জনের সরকারী চাকরি কিংবা আয় মাসে ১০ হাজার টাকার বেশি থাকলে এই প্রকল্পে ঘর পাওয়ার যোগ্য নয়।
৬. সরকারের কাছে নথি ভুক্ত অকৃষি এন্টারপ্রাইজ থাকলে এই প্রকল্পে ঘর পাওয়ার যোগ্য নয়।
৭. আয়কর বা বৃত্তি কর দিলে থাকলে এই প্রকল্পে ঘর পাওয়ার যোগ্য নয়।
৮. নিজস্ব ফ্রিজ বা ল্যান্ডলাইন ফোন থাকলে এই প্রকল্পে ঘর পাওয়ার যোগ্য নয়।

উপরিউক্ত বিষয় সম্পত্তির মালিকরা আবাস যোজনার ঘর পাওয়ার অযোগ্য বলে বিবেচিত করেছে কেন্দ্র সরকার।

Related posts

Leave a Comment