19 C
Kolkata
December 23, 2024
কলকাতা

কারখানার মধ্যে ভিন রাজ্যের এক মহিলা শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র উত্তেজনা

নিজস্ব সংবাদদাতা, সোনারপুর: কারখানার মধ্যে ভিনরাজ্যের এক মহিলা শ্রমিকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য৷ অসুস্থ আরও ১২ জন মহিলা শ্রমিক। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানা এলাকায়। প্রতিবাদে কারখানায় ভাঙচুর ও বিক্ষোভ অন্যান্য শ্রমিকদের ৷ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সোনারপুর থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। খবর দেওয়া হয়েছে মৃতার পরিবারকেও ৷

স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম রুবি কুমারী। তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা। বিগত চারদিন ধরে অসুস্থ বোধ করছিলেন ওই মহিলা। বমি-কাশি সহ একাধিক শারীরিক সমস্যাও দেখা দিয়েছিল। অভিযোগ, মালিককে বারংবার ছুটির কথা বললেও তাঁকে দেওয়া হয়নি। শুধু তাই নয়, ওই মহিলার চিকিৎসাও করানো হয়নি বলে অভিযোগ। অসুস্থ শরীর নিয়েই দীর্ঘদিন কাজ করেছেন। এরপরই আজ সকালে মৃত্যু হয় তাঁর।

এদিকে, ওই মহিলা ছাড়াও সর্দি-কাশির সমস্যায় ভুগছেন আরও বারো জন। যদিও অভিযোগ অস্বীকার করেছে কারখানার কর্তৃপক্ষ। কোম্পানির এইচআর বিশ্বরঞ্জন মিশ্রর দাবি, তাঁর কাছে কোনও ছুটি চাওয়া হয়নি। আজই শরীর খারাপের কথা জানতে পেরেছেন তিনি। এই বিষয়ে সুলোচনা কুমারী নামে আরও এক মহিলা শ্রমিক বলেন, “বিগত চার দিন ধরে অসুস্থ ছিল। তাও কাজে আসত। এখানে নার্সরুমে থাকত। দুদিনে কোনও ওষুধ দেয়নি। শুধু শুয়ে রাখত। অসুস্থতা নিয়েই কাজে এসেছিল গতকাল।”

Related posts

Leave a Comment