সংবাদ কলকাতা: বাঙালি সমাজের বরাবর একটা চলতি ট্রেন্ড আছে। চেহারা একটু উনিশ-বিশ হলেই তাই নিয়ে চর্চা শুরু হয়ে যায়। কেউ যদি রোগা থেকে সামান্য মোটা, কিংবা মোটা থেকে সামান্য রোগা হন, তাহলে আর রক্ষে নেই! মুখে মুখে শুনতে নানান মন্তব্য! উত্তম কুমারের নাতবৌ দেবলীনা কুমার নিজের মোটা গোলগাল চেহারাকে কয়েকমাসের মধ্যে স্লিম ফিগারে পরিণত করেছেন। আর সেটা নিয়েই শোরগোল নেটপাড়ায়! 
তাঁকে আগে মোটা হওয়ার জন্য নানান কথা শুনতে হোত। অনেকেই আক্ষেপ করে বলত, ‘ইস! কি মোটা হয়ে গেছ। একটি ওয়ার্ক আউট করো, ইত্যাদি।’ এবার স্লিম ফিগারের জন্য ঠিক উল্টো কথা শুনতে হয় পরিচিতদের কাছে। এখন তাঁরা বলেন,’ভীষণ রোগা হয়ে গেছ।আগেই ভালো ছিলে! চেহারার জৌলুস কমে গেছে। একটু কম ওয়ার্কআউট করো। ইত্যাদি, ইত্যাদি!’
এতসব মন্তব্য শোনার পর দেবলীনা ঠিক করেছেন! আর কারও কথা শুনবেন না। নিজের যেটা ভালো লাগবে, সেটাই করবেন। তিনি নিয়ম করে জিম করেন, সাইক্লিং করেন। আবার ইচ্ছা খুশি মতো খাবারও খান। প্রতিদিন কয়েক ঘন্টা জিম করে সেটা পুষিয়ে নেন। তিনি মনে করেন ফিট থাকা ও স্বাস্থ্যকর জীবন যাপন করা ও রোগ থেকে দূরে থাকাটাই জীবনের লক্ষ্য হওয়া উচিত।
							previous post
						
						
					
							next post
						
						
					
