কম্বোডিয়া, ২৯ ডিসেম্বর: কম্বোডিয়ার একটি ক্যাসিনো হোটেলে ভয়াবহ অগ্নিকান্ড। আগুনে ঝলসে মৃত্যু হয়েছে ১০ জনের। দগ্ধ হয়েছেন আরও প্রায় ৩০ জন। আহতরা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ। জানা গিয়েছে, প্রথমে ওই ক্যাসিনো হোটেলের প্রথম তলায় আগুন লাগে। তারপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। গোটা বিল্ডিংয়ে ছড়িয়ে পড়তেই দিশেহারা হয়ে যান বাসিন্দারা। হোটেলে থাকা পর্যটকরা প্রাণ বাঁচাতে উঁচু থেকে ঝাঁপ দিতে শুরু করেন।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। একের পর ইঞ্জিন এনেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। পরে আরও ইঞ্জিন আনা হয়। আজ বৃহস্পতিবারও সেই আগুন নেভানোর কাজ চলে। যদিও বাসিন্দাদের আগেই উদ্ধার করা সম্ভব হয়েছিল। তবে ঠিক কী কারণে আগুন লাগে, সেবিষয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।
থাইল্যান্ডের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ‘পুরো বিষয়টির উপর নজর রাখা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আমাদের দিক থেকে আরও দমকল পাঠানো হচ্ছে।’
উল্লেখ্য, এই হোটেলটি কম্বোডিয়া ও থাইল্যান্ডের সীমান্তে অবস্থিত। কাম্বোডিয়ার বিলাসবহুল ক্যাসিনো হোটেলের মধ্যে এটি অন্যতম। সেজন্য প্রতিদিন সেখানে প্রচুর অভিজাত শ্রেণীর পর্যটকদের আনাগোনা চলে। এছাড়া সাধারণ পর্যটকরাও প্রচুর পরিমাণে ভিড় জমান।
previous post