সংবাদ কলকাতা: মঙ্গলবার সকাল ১১টা নাগাদ কামারহাটিতে ঘটে গেল এক এক ভয়াবহ বিস্ফোরণ। এই বিস্ফোরণে গুরুতরভাবে দুই জন আহত হয়েছেন।
এদিন সকালে রাস্তার ধারে দুজন ব্যক্তিকে সিলিন্ডারে গ্যাস ভরতে দেখা যায়। হঠাৎই ভয়াবহ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। দুজন ব্যক্তিকে রাস্তার উপর যন্ত্রনায় ছটফট করতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ তাঁদের সাগর দত্ত মেডিক্যাল কলেজে নিয়ে যায়। দুজনেরই অবস্থা আশংকাজনক।
পুলিশের প্রাথমিক অনুমান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলেই আহত হয়েছেন ওই দুই ব্যাক্তি। তবে স্থানীয়দের বক্তব্য, ব্যাগে থাকা বোমা বিস্ফোরণের ফলেই ঘটেছে এই ঘটনা। কারণ বিস্ফোরণের আগে ঐ দুজনের মধ্যে বচসা হতে দেখা যায়। তাদের মধ্যে একজনের হাতে থাকা ব্যাগে বোমা ছিল। সেই বোমা ফেটেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।