33 C
Kolkata
August 2, 2025
কলকাতা

কামদুনি কাণ্ডে দিল্লি গেলেন নির্যাতিতার মা সহ পাঁচজন

সংবাদ কলকাতা : দিল্লি গেলেন কামদুনি টিমের পাঁচজন। গতকাল হাওড়া স্টেশন থেকে রাতে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন মৌসুমী কয়াল, প্রদীপ মুখোপাধ্যায়, নির্যাতিতার মা ও দুই ভাই। হাওড়া স্টেশনে তাঁরা জানান, কামদুনির ঘটনা নিয়ে রাজ্য সরকারের প্রতি তাঁরা আস্থা হারিয়েছেন। প্রশাসন বিচারে সহযোগিতা না করায় অভিযুক্ত বেকসুর খালাস পেয়ে গেছে। তাই তাঁরা সুপ্রিম কোর্টে আবেদন করেছেন সুবিচারের আশায়। তাঁরা আশাবাদী, সেখানে সুবিচার পাবেন।যতদিন না সুবিচার পাবেন, ততদিন তাঁদের লড়াই চলবে। এদিন মৌসুমী কয়াল গেলেও বিশেষ কাজের জন্য টুম্পা কয়াল যেতে পারেননি। তবে তিনি হাওড়া স্টেশনে আসেন।

Related posts

Leave a Comment