কাবুগঞ্জ, ৭ জানুয়ারি: ব্যাঙ্ক কার্যালয়ে ঝুলন্ত দেহ উদ্ধার ম্যানেজারের। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কাবুগঞ্জ এসবিআই ব্রাঞ্চে। জানা যায়, শনিবার সকাল সাড়ে নয়টা নাগাদ কার্যালয়ের স্টেশনারি রুমে সিলিঙের হুকে লাল রঙের নাইলন রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। ঘটনার খরব ছড়িয়ে পড়লেই চাঞ্চল্য দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সোনাই পুলিশ। পৌঁছান সোনাই সার্কল অফিসার তথা ম্যাজিস্ট্রেট ডাঃ দীপঙ্কর নাথ। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ব্যাঙ্ক ম্যানেজার কুলদীপ দাশগুপ্তের ঝুলন্ত দেহ উদ্ধার করে তদন্তের পর ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যালে পাঠানো হয়।
জানা গিয়েছে, শুক্রবার রাত দশটায় বাকি সব স্টাফরা চলে গেলেও তিনি কাজ রয়েছে বলে ব্যাঙ্কে থেকে যান। সকালে একজনের সঙ্গে ফোনে কথাও হয়েছে বলে জানা যায়। শনিবার সকালে ৯টা নাগাদ ব্যাঙ্কের চৌকিদার শুভেন্দু দাস পৌঁছে ব্যাঙ্ক কার্যালয় খুলে পরিষ্কারের কাজ শুরু করেন। ধীরে ধীরে বাকি স্টাফরাও পৌঁছে যান। এরই মধ্যে ওই রুমে কোনও এক কর্মী পৌঁছলে ঘটনাটি নজরে পড়ে। ঝুলন্ত দেহের সঙ্গে একই রশি দিয়ে ডান পা বাধা ছিল ম্যানেজারের।
এই ঘটনাটি আত্মহত্যা না অন্য কিছু পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যাঙ্ক ম্যানেজার কুলদীপ দাশগুপ্ত শিলচর দুর্গাশঙ্কর লেনের বাসিন্দা বলে জানা যায়।