18 C
Kolkata
December 24, 2024
Featured বিদেশ

কানাডায় ভারতীয় পড়ুয়ার মৃত্যু

টরন্টো: কানাডায় এক ভারতীয় ছাত্রের পথ দুর্ঘটনায় মৃত্যু হল। বুধবার এই মর্মান্তিক ঘটনা ঘটেছে কানাডার টরন্টোতে। ২০ বছর বয়সী ওই মৃত ছাত্রের নাম কার্তিক সাইনি। কানাডার পুলিস জানিয়েছে, বিকেল সাড়ে চারটে নাগাদ একটি ট্রাকের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থল ইয়ং স্ট্রিট ও সেন্ট ক্লেয়ার অ্যাভিনিউয়ের সংযোগস্থল। সেসময় সাইকেল চালিয়ে যাচ্ছিলেন কার্তিক। আচমকা ট্রাকটি তাঁকে ধাক্কা মারে। ট্রাকটি তাঁকে বেশ কিছু দূর টেনে নিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে আপৎকালীন পরিষেবা বিভাগের লোকেরা দ্রুত চলে আসে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা কার্তিককে মৃত বলে ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন শেরিডন কলেজের ছাত্র ও শিক্ষকরা।

Related posts

Leave a Comment