নিউইয়র্ক: এবার কানাডার আকাশে দেখা গেল একটি রহস্যজনক বস্তু। কানাডার সেনাবাহিনী অজানা সেই বস্তুটিকে গুলি করে নামিয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই গুলির নির্দেশ দেন বলে জানা গিয়েছে। তবে বস্তুটি আসলে কি সেটা এখনও জানা যায়নি। সূত্রের খবর, আমেরিকা ও কানাডার যৌথ বাহিনী মিলে এই অপারেশন চালিয়েছে। কানাডার সেনাবাহিনী ওই বস্তটির ধ্বংসাবশেষ উদ্ধার করে পরীক্ষা করে দেখবে সরকারি সূত্রের খবর।
প্রসঙ্গত, এর আগে আমেরিকার আকাশে একটি চীনা বেলুনের সন্ধান পাওয়া যায়। আমেরিকা সেটিকে গোয়েন্দা বেলুন বলে সন্দেহ প্রকাশ করে। এই নিয়ে চীন ও আমেরিকার মধ্যে চাপানউতোর শুরু হয়। চীন দাবি করে, ওটি স্পাই বেলুন নয়। জলবায়ু ও আবহাওয়া বিষয়ক গবেষণার একটি এয়ারশিপ। কোনওভাবে সেটি আমেরিকার আকাশসীমা লঙ্ঘন করে। কিন্তু চীনের এই কথা মানতে রাজি ছিল না আমেরিকা। তারা সেটি মিসাইল নিক্ষেপ করে নামিয়ে ফেলে।
previous post