27 C
Kolkata
August 1, 2025
দেশ

কানপুরে উচ্ছেদ অভিযানে গিয়ে ঝুপড়িতে আগুন, মৃত্যু মা ও মেয়ের

কানপুর, ১৪ ফেব্রুয়ারি: কানপুরে পুলিশের বিরুদ্ধে ভয়াবহ নৃশংসতার অভিযোগ। উচ্ছেদ অভিযানের সময় ঝুপড়িতে আগুন। জীবন্ত দগ্ধ্ হয়ে মৃত্যু হল মা ও মেয়ের। গতকাল সোমবার ঘটনাটি ঘটেছে কানপুরের দেহাতি গ্রামে। মৃত মায়ের নাম প্রমীলা দীক্ষিত ও তাঁর কন্যা নেহা দীক্ষিত। উচ্ছেদে যুক্ত ১৩ জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।

জানা গিয়েছে, গতকাল দেহাতি গ্রামে বুলডোজার নিয়ে উচ্ছেদ অভিযানে নামে পুলিশ। কোনওরকম আগাম নোটিস ছাড়াই এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় একের পর এক বেআইনি ঝুপড়ি ও বাড়ি। এমনকি পুলিসের আধিকারিকরা ঝুপড়িগুলিতে অগ্নিসংযোগও করে। সেই সময় এরকমই একটি ঝুপড়িতে ছিলেন প্রমীলা দীক্ষিত, তাঁর কন্যা নেহা ও পুত্র শিবম দীক্ষিত। সেই অবস্থায় পুলিশ তাঁদের ঝুপড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। মুহূর্তে আগুন গ্রাস করে নেয় ওই ঝুপড়িটিকে। আগুনে পুড়ে মৃত্যু হয় মা ও মেয়ের। শিবম দ্রুত ঝুপড়ি থেকে বেরিয়ে নিজের আত্মরক্ষা করতে সক্ষম হন।
এদিন উত্তরপ্রদেশ পুলিশের এই নৃশংস ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা। তাঁরা পাল্টা আক্রমণ করে। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করেন তাঁরা।

এদিকে বিরোধী দল সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশের যোগী সরকারের বিরুদ্ধে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে। পুলিশ বিষয়টিকে প্রথমে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করলেও পরে তাদের বিবৃতি থেকে সরে আসে।

Related posts

Leave a Comment