24 C
Kolkata
April 17, 2025
Featured

কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে নতুনরূপে সাজিয়ে তুলতে মাঠে নামলেন গৌতম দেব

শিলিগুড়ি: চলতি সময়ে জরাজীর্ণ অবস্থায় রয়েছে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম। আগামী ৫ বছরের জন্য কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের দায়িত্ব দেওয়া হয়েছে শিলিগুড়ি পুরনিগমকে। এই জরাজীর্ণ স্টেডিয়ামকে নতুনরূপে সাজিয়ে তুলতে তৎপর হয়েছে শিলিগুড়ি পুরনিগম।
ইতিমধ্যে এই বিষয়ে বৈঠকও সেরেছেন মেয়র গৌতম দেব। সোমবার মেয়র খোদ স্টেডিয়াম চত্বর পরিদর্শন করে কোথায় কীভাবে কাজ করা হবে, সমস্ত কিছু খতিয়ে দেখেন। এদিন মেয়র জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চান এই স্টেডিয়ামকে নতুন রূপ দেওয়া হোক।
তাই পুরনিগমের পক্ষ থেকে স্টেডিয়ামকে সম্পূর্ণরূপে নতুন করে সাজিয়ে তোলা হবে। মাঠ থেকে শুরু করে ড্রেসিং রুম, গ্যালারি সমস্ত কিছুই ঠিক করা হবে। এছাড়া স্টেডিয়াম চত্বরকে নো-হোর্ডিং জোন করা হবে।

Related posts

Leave a Comment