সংবাদ কলকাতা: পঞ্চম শ্রেণীর ছাত্রের উপস্থিত বুদ্ধিতে বাঁচল আপ শিয়ালদহ শিলচরগামী কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস। নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই ছোট্ট বালকের উপস্থিত বুদ্ধি আর সাহসের জোরে যাত্রীবাহী সুপারফাস্ট ট্রেনের কয়েকশ যাত্রীর জীবন বাঁচানোর ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল। যা দেখে রীতিমত স্তম্ভিত রেলকর্তারাও।
এদিন দুরন্ত গতিতে ছুটে যাচ্ছিল আপ কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস। বড় বিপত্তি অপেক্ষা করছিল ট্রেনটির জন্য। সেই সময় দেবদূতের মতো ত্রাতার ভূমিকায় ছোট্ট এক বালক। দুর্ঘটনার কবল থেকে এইভাবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে রক্ষা করার ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার দুপুর বেলা। ঘটনাস্থল মালদা জেলার ভালুকা রেল স্টেশনের কাছে।
জানা গিয়েছে, এদিন ট্রেন লাইনের পাশ দিয়ে বাড়ি ফিরছিল এগারো বছরের এই বালক। সে হঠাৎ লক্ষ্য করে আপ লাইনে বেশ কিছু অংশের মাটি সরে গেছে। তড়িঘড়ি নিজের পরনে থাকা লাল গেঞ্জি খুলে ট্রেনের ট্রাকে দাঁড়িয়ে চালককে সংকেত দিতে থাকে। লাল সংকেত দেখে চালক এমারজেন্সি ব্রেক কষে ট্রেনটি দাঁড় করায়। ফলে বড়সড় বিপদ থেকে রক্ষা পায় ট্রেনটি। জীবন রক্ষা পায় ট্রেনের কয়েকশ যাত্রীর। খবর পেয়ে রেলকর্মীরা ছুটে এসে আপ লাইন মেরামত করেন। এরপর ট্রেনটি সুষ্ঠভাবে গন্তব্যে পৌঁছায়। মালদহের অসম সাহসী ওই বালকের নাম মুরসালিম।
previous post